ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

নুরের ওপর হামলার প্রতিবাদে পল্টন মোড়ে গণ অধিকার পরিষদের অবরোধ

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫

নুরের ওপর হামলার প্রতিবাদে পল্টন মোড়ে গণ অধিকার পরিষদের অবরোধ

ছবিঃ সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে পল্টন মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। একইসঙ্গে তারা হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা পল্টন মোড়ে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে। তারা বলেন, এই হামলার দায় কোনোভাবেই এড়ানো যায় না। দ্রুত দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

এ ছাড়া তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে বলেন, বর্তমান সরকার গণতন্ত্রবিরোধী রাজনীতি করছে। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি বন্ধ করা প্রয়োজন।

অবরোধ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নুরের রক্ত বৃথা যেতে দেবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন

আমার ক্যাম্পাস

Link copied!