চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও জোবরা গ্রামের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর মোঃ সিরাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোঃ সিরাজুল ইসলামের অনাকাঙ্ক্ষিত বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ার কারণে সংগঠনটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এই ধরনের ভুলবিবেচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তাই তাকে উপজেলা আমীরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “চবি ও জোবরা গ্রামের মধ্যে অতীতের ঐতিহ্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার ফলে শিক্ষার্থী, শিক্ষক ও গ্রামের লোকজন আহত হয়েছেন। আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকুন, যেন ভবিষ্যতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের মীমাংসার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিরাজুল ইসলাম বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে না।”
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এই বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সংগঠন এটিকে বিনয়পরিপন্থী বলে মনে করছে।
আপনার মতামত লিখুন :