ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

বেপরোয়া ইউনিক পরিবহনের বাস, নিষেধ করায় চালকের হাতে পবিপ্রবি শিক্ষক লাঞ্ছিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫

বেপরোয়া ইউনিক পরিবহনের বাস, নিষেধ করায় চালকের হাতে পবিপ্রবি শিক্ষক লাঞ্ছিত

ছবিঃ সংগৃহীত

কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৭৭৫) একটি বাসে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন চালক ও হেলপার। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা বাস অবরোধ করে রাখেন।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে যাত্রা শুরুর পর থেকেই বাসের চালক মো. জসিম বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার আপত্তি জানালেও তিনি তা উপেক্ষা করেন। দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের বড়ইতলা এলাকায় যাত্রীদের সঙ্গে চালকের বাকবিতণ্ডা হলে পবিপ্রবির অধ্যাপক আসাদুজ্জামান প্রতিবাদ করেন। এ সময় ক্ষিপ্ত চালক তার ওপর চড়াও হয়ে মারধরের চেষ্টা করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিব, সাগর ও আলিফ প্রতিবাদ জানালে হেলপার শাকিল তাদেরকে ‘মেরে ফেলার’ হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। যাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। পরে ভাঙ্গায় পৌঁছে অধ্যাপক আসাদুজ্জামান বাস থেকে নেমে যান।

তবে ঢাকার সায়দাবাদ এলাকায় পৌঁছে ফের উত্তেজনা দেখা দেয়। শিক্ষার্থীরা নামতে চাইলে হেলপার শাকিল তাদের লাঠি নিয়ে মারতে উদ্যত হন এবং টিটিপাড়া এলাকায় নিয়ে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোদের মেরে ফেললেও আমাদের কিছুই করতে পারবি না।”

ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত শিক্ষার্থীরা পাগলা মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস আটকে রাখেন। তাদের দাবি, চালক-হেলপারসহ মালিকপক্ষ ঘটনাস্থলে এসে দুঃখপ্রকাশ ও দায়ীদের শাস্তির নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তাঁরা বাস ছাড়বেন না।

অধ্যাপক আসাদুজ্জামান মিয়া অভিযোগ করে বলেন, “আমি ড্রাইভারকে নিয়ন্ত্রণে রেখে ধীরে গাড়ি চালাতে বলি। কিন্তু সে আমার কথায় ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে আসে এবং আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে, এমনকি দেখে নেওয়ার হুমকিও দেয়। পরে যাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং আমি ভাঙ্গায় নেমে যাই।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউনিক পরিবহনের জেনারেল ম্যানেজার এম. এ. মিন্টু বলেন, “চালক জসিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে মালিকপক্ষ সমস্যার সমাধানে উদ্যোগ নেবে। এমন ঘটনা ইউনিক পরিবহন পরিবার কখনো সমর্থন করে না।”

এ ঘটনায় এলাকায় ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

আমার ক্যাম্পাস

Link copied!