বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই স্বপ্ন। আর যখন সেই স্বপ্ন পূরণ হয় দেশের একমাত্র পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার, তবে আনন্দ ও প্রত্যাশা আরও বহুগুণ বেড়ে যায়। তখন আনন্দের সঙ্গে দায়িত্বও বেড়ে যায় বহুগুণে। দেশের সকল পলিটেকনিক শিক্ষার্থীর উচ্চশিক্ষার একমাত্র গন্তব্য ডুয়েট।
দেশের একমাত্র পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যেমন গর্বের, তেমনি এর সঙ্গে যুক্ত হয় নতুন চ্যালেঞ্জ। নতুন পরিবেশ, নতুন বন্ধু এবং পড়াশোনার চাপ, সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা অনেক সময় বিভ্রান্তিকর হয়ে ওঠে। তাই নবীন শিক্ষার্থীদের জন্য দরকার সঠিক দিকনির্দেশনা, যাতে তারা পথ হারিয়ে না ফেলে এবং প্রথম থেকেই নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে।
পরিবেশের সাথে মানিয়ে নেওয়া
ডুয়েট হলো দেশের বিভিন্ন জেলা, ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীদের মিলনমেলা। সবাই ভিন্ন রীতি ও চিন্তা নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়েরও কিছু নিজস্ব নিয়ম ও ঐতিহ্য রয়েছে। যত দ্রুত সম্ভব এগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়া সফল হওয়ার প্রথম ধাপ।
সুসম্পর্ক গড়ে তুলুন
সহপাঠীদের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করুন। সঠিক বন্ধু বেছে নিন। সিনিয়র ও এলুমনাইদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন, তাঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন।
ভাষা ও যোগাযোগ দক্ষতা বাড়ান
ডুয়েটে একাডেমিক পড়াশোনার ভাষা ইংরেজি। তাই ইংরেজি বলা ও লেখায় দক্ষতা অর্জন জরুরি। পাশাপাশি শুদ্ধ বাংলা চর্চা করুন।
সফট স্কিল শিখুন
প্রেজেন্টেশন তৈরি, মাইক্রোসফট অফিস, কোডিং ইত্যাদি। এসব দক্ষতা আপনার পড়াশোনা ও ক্যারিয়ারের জন্য অত্যন্ত সহায়ক হবে।
ক্লাব কার্যক্রমে যুক্ত হোন
ডুয়েটে রয়েছে ডিবেটিং ক্লাব, রোবোটিক্স ক্লাব, সাংবাদিক সমিতি, ক্যারিয়ার এন্ড রিসার্চ ক্লাব, সৃজনী, স্পোর্টস ক্লাব, ম্যাথ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ নানান সোসাইটি। এসব ক্লাবে যুক্ত হয়ে সেমিনার ও ওয়ার্কশপে অংশ নিলে আপনার ব্যক্তিত্ব ও দক্ষতা সমৃদ্ধ হবে।
লক্ষ্য ও ক্যারিয়ার পরিকল্পনা করুন
প্রথম থেকেই আপনার লক্ষ্য স্পষ্ট করুন। কী হতে চান এবং কোথায় নিজেকে দেখতে চান এটি নির্ধারণ করুন।
স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বজায় রাখুন
নিয়মিত খেলাধুলা বা ব্যায়াম করুন। সুস্থ দেহ ও মন বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্যের জন্য অপরিহার্য।
মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকুন
ধর্মচর্চা বজায় রাখুন এবং মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখুন।
বিশ্ববিদ্যালয় জীবন জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু একাডেমিক জ্ঞান নয়, ব্যক্তিত্ব ও চরিত্র গঠনেরও সময়। সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে এই সময়কে কাজে লাগালে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা সম্ভব।
সবার পথচলা শুভ হোক। নবীনদের জন্য রইলো শুভকামনা।
মোঃ মাশরুব আহমেদ
সিভিল ইঞ্জিনিয়ারিং (৪র্থ বর্ষ), ডুয়েট
আপনার মতামত লিখুন :