ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রফেসর সাইদুর রহমানের উপস্থিতিতে জবিতে রসায়ন বিভাগের সেমিনার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

জবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫

প্রফেসর সাইদুর রহমানের উপস্থিতিতে জবিতে রসায়ন বিভাগের সেমিনার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

ছবিঃ আমার ক্যাম্পাস

আজ ৪ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির প্রফেসর সাইদুর রহমান, যিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গবেষক হিসেবে পরিচিত। বর্তমানে তার সাইটেশনের সংখ্যা ৮২ হাজারেরও বেশি।

সেমিনারে প্রফেসর সাইদুর রহমান গবেষণার গুরুত্ব, গবেষণাপত্র লেখার কৌশল এবং বিদেশে স্কলারশিপ পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি তার পক্ষ থেকে রসায়ন বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন।

উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, কারো সিজিপিএ যদি ৩.৬৫ এর উপরে থাকে তাহলে সানওয়ে ইউনিভার্সিটিতে সরাসরি ভর্তি হওয়া সম্ভব। রসায়ন ১৯ ব্যাচের শিক্ষার্থী মারুফের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে গবেষণা প্রবন্ধ পড়া—সবকিছুতেই ইংরেজির ব্যবহার অপরিহার্য। অনেকেই যোগাযোগের ঘাটতির কারণে প্রথম ছয় মাস ভোগান্তিতে পড়েন।

জবির রসায়ন বিভাগ নিয়ে তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, “জবির রসায়নের সঙ্গে আমার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। আমি এটিকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই।”

সেমিনারের সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম লুৎফর রহমান। সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আমিনুল হক। এছাড়াও রসায়ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

আমার ক্যাম্পাস/ মুজাহিদুল ইসলাম

Link copied!