এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরই উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশের লাখো শিক্ষার্থী প্রস্তুতি নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। ইতোমধ্যে বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদন কার্যক্রম ঘোষণা করেছে। কিছু বিশ্ববিদ্যালয় সম্ভাব্য সময়সূচি জানালেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সামনে ব্যস্ত ভর্তি মৌসুমকে সামনে রেখে শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা–সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে পাঁচটি ইউনিটে ভর্তি গ্রহণ করবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ। ভর্তি আবেদনের অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ অক্টোবর, চলবে ১৬ নভেম্বর রাত পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ফি প্রদান করতে হবে। চারুকলা ইউনিটের পরীক্ষা হবে ২৯ নভেম্বর, আইবিএ ইউনিটের ২৮ নভেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর, কলা–আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বর। সাধারণ ইউনিটগুলোর পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত; আইবিএ ইউনিটে পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ'র নিজস্ব প্রক্রিয়ার অংশ হিসেবে এটি আলাদা ভাবেই অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন গ্রহণ শুরু হবে ২০ নভেম্বর থেকে, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে—বিজ্ঞান (‘সি’), মানবিক (‘এ’) এবং বাণিজ্য (‘বি’) ইউনিট। ১৬ জানুয়ারি বিজ্ঞান ইউনিট, ১৭ জানুয়ারি মানবিক এবং ২৪ জানুয়ারি বাণিজ্য ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে—সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এ বছরও দেশের ছয়টি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে—রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে। ২ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৫ জানুয়ারি ‘বি১’, ৬ জানুয়ারি ‘বি২’, ৯ জানুয়ারি ‘সি’, ১০ জানুয়ারি ‘ডি’ এবং ১২ জানুয়ারি ‘ডি১’ ইউনিটের পরীক্ষা নেয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, পূর্বের মতোই ইউনিটভিত্তিক পরীক্ষা পদ্ধতি বজায় থাকবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ বছর ইউনিট সংখ্যা বা পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে বলে আলোচনা আছে, তবে এখনো অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি। কেন্দ্র সংখ্যা বৃদ্ধি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবেদন শুরু ১৬ নভেম্বর থেকে, শেষ হবে ২ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত। নির্দিষ্ট শ্রেণির আবেদনপত্র রেজিস্ট্রার অফিসে ১৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে পৌঁছাতে হবে। আগামী ১০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষা হবে ১৭ জানুয়ারি। এ পরীক্ষা প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষায় ভর্তি–প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।
সরকারি–বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নভেম্বর মাসেই আবেদন গ্রহণ শুরু হবে বলে জানা গেছে। তবে সুনির্দিষ্ট আবেদন–তারিখ ঘোষণা হয়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৩ ডিসেম্বর ই–ইউনিট (চারুকলা) দিয়ে। এরপর ২৬ ডিসেম্বর এ–ইউনিট (বিজ্ঞান), ২৭ ডিসেম্বর সি–ইউনিট (বিজনেস স্টাডিজ), ৯ জানুয়ারি ডি–ইউনিট (সামাজিক বিজ্ঞান) এবং ২৩ জানুয়ারি বি–ইউনিট (কলা ও আইন) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি নীতিমালা অনুসারে শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল পরীক্ষা নেওয়া হবে। ‘সি’ ইউনিট ২৭ মার্চ, ‘বি’ ইউনিট ৩ এপ্রিল এবং ‘এ’ ইউনিট ১০ এপ্রিল। আবেদনের তারিখ পরে ঘোষণা করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। প্রথম দিন ‘এ’ ইউনিটে বিজ্ঞান ও প্রকৌশল শাখা এবং ‘বি’ ইউনিটে জীববিজ্ঞান শাখার পরীক্ষা হবে। দ্বিতীয় দিনে ‘সি’ ইউনিটে মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা এবং ‘ডি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষদিকে শুরু হওয়ার কথা রয়েছে। আগের মতোই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে। দেশের সব অনার্স–অধিভুক্ত কলেজেই একই নিয়মে ভর্তি হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ জানুয়ারি। আবেদন গ্রহণ করা হবে ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে। সশস্ত্র বাহিনী–পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর সংখ্যা বিগত বছরগুলোর মতোই বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ জানুয়ারি। দ্বিতীয়বারের সুযোগ রাখা হয়েছে এবং নেগেটিভ মার্কিং অব্যাহত থাকবে। পরীক্ষা সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক। ভর্তি শেষে মে ২০২৬–এ ক্লাস শুরু হতে পারে।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ের ভর্তি পরীক্ষার বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ২৬ থেকে ২৮ জানুয়ারি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।
কৃষি–গুচ্ছ পরীক্ষা তারিখ এখনো ঘোষণা হয়নি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে পরীক্ষা নেবে। বাকৃবি আগের মতোই গুচ্ছ পদ্ধতিতে থাকবে বলে নিশ্চিত করেছে। গুচ্ছের আওতায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত।

 
               
                             
                             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :