ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

সকালে কলেজ, বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫

সকালে কলেজ, বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস

ছবিঃ সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাস পরিচালিত হবে বিকেলবেলা। আর সকালে থাকবে রাজধানীর সরকারি সাত কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির পাঠদান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২৪ সেপ্টেম্বর “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫” খসড়া আকারে প্রকাশ করে মতামত নেওয়ার জন্য। প্রকাশিত খসড়া অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পাঠদান প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং এ বিষয়ে মতামত দেওয়ার জন্য সাত দিন সময় নির্ধারণ করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান জানান, “সাতটি কলেজের ক্যম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বেলা ১২টার মধ্যেই শেষ হয়ে যাবে। তাদের জন্য সময় রেখে বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।”

অধ্যাদেশের খসড়ায় উল্লেখ করা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ—এই সাতটি প্রতিষ্ঠানের অবকাঠামো দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালানো হবে।

খসড়ার ভূমিকা অংশে বলা হয়, আধুনিক জ্ঞানচর্চা, গবেষণা ও উচ্চশিক্ষার মান উন্নয়নের প্রয়োজনে ঢাকা মহানগরের এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ বাড়ানো সম্ভব হবে।

অধ্যাদেশে আরও বলা হয়, যেহেতু সংসদ অধিবেশনে নেই এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেহেতু সংবিধানের অনুচ্ছেদ ৯৩(১) এর ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পটভূমি

ঢাকার সাত কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে এই অধিভুক্তির আগেও এক দফা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল।

দ্বিতীয়বার অধিভুক্ত হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে নানা অসন্তোষ দেখা দেয়। ক্লাস নিতেন শিক্ষা ক্যাডারের শিক্ষকরা, কিন্তু পরীক্ষার আয়োজন করত ঢাকা বিশ্ববিদ্যালয়। পাঠদান ও পরীক্ষার মধ্যে এই অস্বচ্ছলতা এবং অন্যান্য বৈষম্যের কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন শুরু করে। এর পরপরই জানুয়ারিতে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সরকার নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
 

আমার ক্যাম্পাস

Link copied!