ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

এক সপ্তাহের জন্য জবির সামনের বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়া হলো গোয়ালঘাটে

জবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

এক সপ্তাহের জন্য জবির সামনের বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়া হলো গোয়ালঘাটে

ছবিঃ আমার ক্যাম্পাস

চলমান শিক্ষার্থীদের আন্দোলনের পরিপেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, লালবাগ জোনের ডিসি ট্রাফিক মোঃ মফিজুল ইসলাম, এসি ট্রাফিক মাহতাব হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা সড়ক পরিবহন সমিতির গোলাম জিলানী চৌধুরী টিপু সহ বিভিন্ন বাস পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো:
১. আজ ১২:০০ টায় পর থেকে কোনো পরিবহন রায়ের সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্কের দিকে প্রবেশ করবে না।
২. সকল বাস পরীক্ষামূলকভাবে আগামী ১ সপ্তাহ গোয়ালঘাট থেকে ফিরে যাবে।
৩. ডিএমপি ট্রাফিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নীতিমালা প্রস্তুত করবে।
৪. প্রয়োজনে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় আগামী ১ সপ্তাহ পর সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর ১ টায় বাস স্ট্যান্ড সরানোর জন্য পদযাত্রা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আমার ক্যাম্পাস/ মুজাহিদুল ইসলাম

Link copied!