ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আজ শেষ হচ্ছে এইচএসসি খাতা চ্যালেঞ্জের আবেদন গ্রহণ

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫

আজ শেষ হচ্ছে এইচএসসি খাতা চ্যালেঞ্জের আবেদন গ্রহণ

ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন গ্রহণের সময় আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেষ হচ্ছে। এবারের পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় নতুন নিয়মে কেবল অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এর আগে এসএমএসের মাধ্যমেও আবেদন করার সুযোগ ছিল, তবে এবার তা বাতিল করা হয়েছে।

গত শুক্রবার (১৭ অক্টোবর) থেকে খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করার সুযোগ নেই।

নতুন নিয়মে আবেদন করতে শিক্ষার্থীদের ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে বোর্ড নির্বাচন, রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এরপর সাবমিট করার পর মোবাইল নম্বর দিতে হবে, যাতে ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে জানানো হয়।

প্রদত্ত স্ক্রিনে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পারবেন এবং যেসব বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে (যেমন বাংলা বা ইংরেজি) উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি বিকাশ, নগদ, সোনালি সেবা, ডিডিবিএল রকেট বা টেলিটকের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ অপশনে দেওয়া আছে। ফি জমা দেওয়ার পর আবেদন ‘জমা দিন’ বাটনে ক্লিক করে চূড়ান্ত করতে হবে।

যদি ফি প্রদানের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হয়, তাহলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে বিষয় নির্বাচন সংশোধন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন বাতিল বা পরিবর্তন করার সুযোগ থাকবে না।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

আমার ক্যাম্পাস

Link copied!