ফেনীর দাগনভূঞা থেকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন (৪৭)কে গরু চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।
আলাউদ্দিন দাগনভূঞা পৌর এলাকার উত্তর শ্রীধরপুর গ্রামের মজিবুল হকের ছেলে এবং তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খুশিপুর এলাকায় দুটি বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়। এ ঘটনায় তদন্তের পর মঙ্গলবার রাতে পৌর এলাকার উত্তর শ্রীধরপুর থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আলাউদ্দিনের স্ত্রী শিরিন আক্তার অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “বিগত সরকারের সময়ে ভিন্ন মতের কারণে স্বামীর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছিল, যা জামিনে আছে। এখন দলের কিছু ব্যক্তি প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে গরু চুরির মামলায় জড়িয়েছে।”
পৌর স্বেচ্ছাসেবক দলের আরেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “যদি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকে, তবে অবশ্যই তার বিচার হওয়া উচিত। আইন সবার জন্য সমান।”
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, “আলাউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :