মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি এবং মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর (৩১)–কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২২ অক্টোবর) রাতে রাজধানীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার পতনের পর সাগর দেশ ত্যাগ করে পালিয়ে যান। পরে দক্ষিণ কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। গত এক মাস ধরে মহানগর গোয়েন্দা পুলিশ তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল।
প্রসঙ্গত, ৪ আগস্ট কোটা সংস্কারের দাবিতে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র ও ককটেল নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
নিরস্ত্র আন্দোলনকারীরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। আহত হন শতাধিক মানুষ।
এ ঘটনায় সাজ্জাত হোসেন সাগরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা এবং অন্তত পাঁচটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :