ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসিতে আজ সভা, তারিখ নির্ধারণ কবে?

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসিতে আজ সভা, তারিখ নির্ধারণ কবে?

ছবিঃ সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি এবং পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। তবে আজই ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, গত শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ১৯টি বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম পরিচালনা করেছিল। এবার নতুন পাঠদান অনুমতি পাওয়া কয়েকটি বিশ্ববিদ্যালয়সহ পূর্বে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয়ও পুনরায় যুক্ত হতে পারে। ফলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন, মূলত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করতেই এই সভা আহ্বান করা হয়েছে। পাশাপাশি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে নেওয়া হবে, সেটি নিয়েও প্রাথমিক আলোচনা হবে।

তিনি আরও বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নিজেদের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় যেন এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে না মিলে যায়, সেটিও বিবেচনায় নেওয়া হবে। তবে জাতীয় নির্বাচনের তারিখ এখনো ঘোষিত হয়নি। তাই এখনই সুনির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচন এবং রমজান সামনে থাকায় ওই সময়ের আগে ভর্তি পরীক্ষা নেওয়া কঠিন হবে। এ কারণে মার্চ বা এপ্রিল মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।

সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। পরবর্তীতে এই কমিটিই সভা করে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে বলে জানা গেছে।

আমার ক্যাম্পাস

Link copied!