ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

গণিতে জ্ঞানের আলো ছড়াতে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এখন সুইডেনে

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫

গণিতে জ্ঞানের আলো ছড়াতে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এখন সুইডেনে

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ে (বিশ্ব র‍্যাংকিং: ৯৩) গণিতে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে নতুন এক একাডেমিক যাত্রা শুরু করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী অন্তর বেপারী। 

তিনি গণিত বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছেন যা ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।

এর আগে তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ২০১৭–১৮ শিক্ষাবর্ষে অনার্স এবং ২০২১–২২ শিক্ষাবর্ষে মাস্টার্স সম্পন্ন করেন। এই কলেজে শিক্ষাজীবনের সময়টিই তাঁর মজবুত একাডেমিক ভিত্তি গড়ে দেয় বলে জানান তিনি।

অন্তর বেপারী “আমার ক্যাম্পাস” কে জানান, আমি একজন সাধারণ ছেলে, ছোট একটা কলেজ থেকে যাত্রা শুরু করেছিলাম। আমার স্বপ্ন ছিল একদিন ইউরোপে পড়াশোনা করবো, নিজের দেশ আর নিজের জীবনের জন্য বড় কিছু করবো।

 ২২ আগস্ট ২০২৫ এই দিনটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন আমি অবশেষে পা রাখি Sweden-এর মাটিতে,বিশ্বের ৯৩ তম র‍্যাংকে থাকা Scandinavia-র সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয়।

তিনি আরও জানান, আমি বর্তমানে এখানে Master’s in Mathematics প্রোগ্রামে পড়ছি। আমার লক্ষ্য, শেখা জ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে গণিতের ভয় দূর করা এবং তাদের আত্মবিশ্বাস তৈরি করা।

আমার সিজিপিএ ছিল মাত্র ২.৭৮ তবুও আমি হাল ছাড়িনি। একটা ছোট ক্যাম্পাস থেকে আমি যদি এটা অর্জন করতে পারি, তাহলে একই বেঞ্চে বসে তুমিও পারবে। স্বপ্ন দেখো, স্বপ্নের পিছনে ছুটো, কোনো কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না।

উল্লেখ্য, বিদেশে পড়তে যাওয়া নিয়ে যদি কোন শিক্ষার্থীর কোন প্রকার সমস্যা সম্মুখীন হয় তাহলে সাহায্য করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আমার ক্যাম্পাস/রিপন খন্দকার

Link copied!