ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ঢাকা পলিটেকনিকে শিক্ষার্থীদের উপস্থিতি যাচাইয়ের নির্দেশনা জারি

ডুয়েট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫

ঢাকা পলিটেকনিকে শিক্ষার্থীদের উপস্থিতি যাচাইয়ের নির্দেশনা জারি

ছবিঃ আমার ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহেলা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ইনস্টিটিউটের ১ম, ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ক্লাস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ অবস্থায় যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি শুন্য , তাদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের মাধ্যমে আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে ইনস্টিটিউট কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এছাড়া অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—
“যেসব শিক্ষার্থীর উপস্থিতি শুন্য , তাদের উপবৃত্তি বাতিলসহ পর্বসমাপ্ত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে না।”

ইতোমধ্যে অফিস আদেশের অনুলিপি কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড, ইনস্টিটিউটের পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা ও সংশ্লিষ্ট বিভাগগুলোতে প্রেরণ করা হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!