ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

জাকির নায়েক ঢাকায় এলে আইনগত ব্যবস্থা আশা করছে ভারত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫

জাকির নায়েক ঢাকায় এলে আইনগত ব্যবস্থা আশা করছে ভারত

ছবিঃ সংগৃহীত

ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক নভেম্বরে ঢাকা সফরে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ভারত। যদিও দিল্লি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে তাকে হস্তান্তরের অনুরোধ জানায়নি, তবুও দেশটির প্রত্যাশা—মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর পর নায়েককে ভারতের কাছে তুলে দেওয়ার প্রক্রিয়া বিবেচনায় রাখা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি গণমাধ্যমকে এ বিষয়ে মন্তব্য দিয়েছে। ৩০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “ডা. জাকির নায়েক ভারতের বিচারিক প্রক্রিয়া থেকে পলাতক এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা আশা করি, যেই দেশে তিনি যাবেন, সেই দেশ ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেবে।”

ভারতীয় নাগরিক নায়েক ২০১৬ সাল পর্যন্ত ভারতে অবস্থান করেন এবং ইসলামভিত্তিক বক্তব্যের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তবে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, অর্থপাচার এবং উগ্রবাদে প্ররোচনার অভিযোগ এনে মামলা করা হয়। এরপর তিনি মালয়েশিয়ায় চলে যান এবং সেখানেই স্থায়ী বসবাসের অনুমতি পান।

আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ডা. নায়েকের। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এই আয়োজন করছে এবং সম্ভাব্য স্থান হিসেবে আগারগাঁওয়ের কথা উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালের ঢাকার হলি আর্টিজান হামলার পর হামলাকারীদের মধ্যে অন্তত দু’জন নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত ছিলেন বলে তথ্য পাওয়ায় বাংলাদেশও তার দেশে প্রবেশ নিষিদ্ধ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল শেষে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

এখন নায়েক ঢাকায় এলে দিল্লির প্রত্যাশা—বাংলাদেশ আইনগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করবে এবং প্রয়োজনে তাকে ভারতের কাছে হস্তান্তরের ব্যবস্থা করবে।

আমার ক্যাম্পাস

Link copied!