ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন, বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন, বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই: প্রেস সচিব

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির আগে নির্বাচন অনুষ্ঠিত হবেই—এটা এখন নিশ্চিত। গণভোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ, তবে নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, একে কেউ ঠেকাতে পারবে না।

শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত ‘মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের অংশ। বিভিন্ন দল ভিন্ন অবস্থান নেবে, এটি স্বাভাবিক বিষয়। কিন্তু কোনো উত্তেজনা বা বিরোধই আসন্ন নির্বাচনের পথ রোধ করতে পারবে না।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস জনগণের কল্যাণ, গণতন্ত্রের বিকাশ ও সব রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন। ইতোমধ্যে সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা করেছে এবং এতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বিভিন্ন কমিশনের প্রতিবেদন জমা পড়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরেছে এবং বিচারিক কার্যক্রমও চলছে।

প্রেস সচিব জানান, আগামী ১৮ নভেম্বর আদালত শেখ হাসিনার ট্রায়ালের তারিখ ঘোষণা করতে পারে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও সরকার কাজ করছে। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমি। উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনসহ আরও অনেকে।

আমার ক্যাম্পাস

Link copied!