ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বেসরকারি স্কুল-কলেজে অশিক্ষক নিয়োগে নতুন নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫

বেসরকারি স্কুল-কলেজে অশিক্ষক নিয়োগে নতুন নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা

ছবিঃ সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য পদে নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে শিক্ষা মন্ত্রণালয় প্রণীত নীতিমালা কার্যকর করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি মাউশির সহকারী পরিচালক (বেসরকারি কলেজ) মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ ও স্নাতক (পাস) কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত এমপিওভুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত নির্দেশনামালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।”

এর আগে গত ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরিত এক পরিপত্রে “বেসরকারি স্কুল-কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য পদে নিয়োগের নির্দেশমালা” প্রকাশ করা হয়। এতে স্পষ্টভাবে জানানো হয়, অশিক্ষক এমপিওভুক্ত পদে নিয়োগের জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠন করতে হবে।

পরিপত্র অনুযায়ী, কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তাঁর মনোনীত প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি (যিনি পরিদর্শকের নিচের পদে নন) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। আর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা।

নিয়োগ প্রক্রিয়ার ধাপ হিসেবে সুপারিশ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রণয়ন এবং চূড়ান্ত সুপারিশ প্রদানের দায়িত্বে থাকবে। প্রয়োজনবোধে মৌখিক পরীক্ষার জন্য একাধিক বোর্ড গঠন করা যেতে পারে। প্রতিটি বোর্ডে জেলা প্রশাসকের মনোনীত একজন কর্মকর্তার নেতৃত্বে নবম গ্রেডের নিচে নয় এমন তিনজন সদস্য থাকবেন।

নতুন এ নীতিমালা কার্যকর হওয়ার ফলে বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সরাসরি ভূমিকা আর থাকছে না। পূর্বে এসব কমিটিই নিয়োগের সব সিদ্ধান্ত নিত। এখন থেকে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি সম্পূর্ণ প্রক্রিয়াটি তদারকি করবে।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, “আগে বেসরকারি স্কুল ও কলেজে অশিক্ষক নিয়োগের সিদ্ধান্ত স্থানীয় গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি নিত, যা অনেক ক্ষেত্রে অভিযোগের জন্ম দিত। এখন জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে, ফলে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “নতুন এই ব্যবস্থার মাধ্যমে অনিয়ম-দুর্নীতি কমে আসবে এবং যোগ্য প্রার্থীরা ন্যায্যভাবে সুযোগ পাবেন। শিক্ষা প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠার দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, জেলা পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া প্রশাসনিক কাঠামোর আওতায় আনা হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং দীর্ঘদিনের অভিযোগগুলোর অবসান ঘটবে। এর ফলে অশিক্ষক পদে নিয়োগ আরও সুষ্ঠু, স্বচ্ছ ও মানসম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আমার ক্যাম্পাস

Link copied!