ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: আমার ক্যাম্পাস

নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের আয়োজনে  রাজধানীর ধানমন্ডির গ্রীন গার্ডেন কনভেনশন হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত  বৃহস্পতিবার( ২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গ্রীন গার্ডেন কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় |অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।আরও উপস্থিত ছিলেন,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, কোলাবরেশন কমিটির আহ্বায়ক অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, সদস্যবৃন্দ ছাত্রকল্যাণ পরিচালক ড. কে. এ. এম. রিফাত হাসান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক, ডেপুটি রেজিস্ট্রার এ কে এম আব্দুল্লাহ আল মামুন, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ ও পরিবারের সদস্যবৃন্দ, ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ |

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিকোলাস পোগোজ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যৌথ উদ্যোগ শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া ও পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক করে তুলতে এবং তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এর আগে চলতি বছরের জুলাই মাসে নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন করা হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ এবং পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা, প্রযুক্তি এবং খেলাধুলার ক্ষেত্রে অনুপ্রাণিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। ফাউন্ডেশনের মূল দৃষ্টিভঙ্গি হলো—ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, শিক্ষকদের ক্ষমতায়ন ও সহায়তা প্রদান, বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পেশাগত উন্নয়নে অনুপ্রেরণা প্রদান, খেলাধুলার প্রসার, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান।

এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালককে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কোলাবরেশন কমিটি গঠন করা হয়েছে। কমিটি উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখবে। এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, প্রযুক্তি ও খেলাধুলার মানোন্নয়নের পাশাপাশি পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আধুনিকায়নেও বিশ্ববিদ্যালয় ও ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে।

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!