‘বিগ বস’-এর উনিশতম আসর শুরু থেকেই নানা ঘটনায় আলোচনায় থাকলেও এবার সমালোচনার কেন্দ্রে রয়েছেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান। চলতি মৌসুমে একাধিক বিতর্কিত মন্তব্যের পর এবার নারী নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, সাম্প্রতিক এক পর্বে প্রতিযোগী আশনূর কৌর অভিযোগ করেন যে সহ-প্রতিযোগী ফারহানা ভাট ঘরে নেতিবাচক পরিবেশ তৈরি করছেন। এ অভিযোগের জবাবে সালমান খান রসিকতার সুরে বলেন, “ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোকজন বলবে—এই মেয়ে তো ঝগড়া করে, গালি দেয়, প্লেট ভাঙে! এমন মেয়েই আমাদের ছেলের জন্য দরকার! এমন বউ পেলে তো ছেলের জীবনই শেষ।”
সালমানের এই মন্তব্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, সালমান সব সময়ই আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা নারীদের বিদ্রূপ করে থাকেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “হিনা, গওহর, রুবিনা থেকে শুরু করে এখন ফারহানাও সালমানের লক্ষ্যবস্তু। দৃঢ়চেতা নারী দেখলেই তার সমস্যা হয়।” আরেকজনের মন্তব্য, “এত বড় তারকা হয়েও নারীদের নিয়ে এমন মন্তব্য করা লজ্জাজনক।”
বিতর্ক ঘিরে অনেকে বলছেন, সালমানের এই মন্তব্য শুধুমাত্র একটি টেলিভিশন অনুষ্ঠানের সীমা ছাড়িয়ে সমাজে নারীর প্রতি নেতিবাচক মনোভাবকে উস্কে দেয়। তবে এ বিষয়ে সালমান খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত লিখুন :