মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি নতুন বিবাহ ও সামাজিক মিডিয়ায় ছবি প্রকাশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। প্রায় পাঁচ বছর প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, ১৯ সেপ্টেম্বর ঢাকার কাছে মাদানী এভিনিউতে মসজিদ আল-মুস্তাফায় খেজুর ছিটিয়ে এবং আত্মীয় ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তিনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার নতুন স্বামী তানজিম তৈয়ব বর্তমানে দেশের এক নামকরা বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
বিয়ের পর শবনম ফারিয়া শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে গিয়েছেন। সফরের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যদিও স্বামীর সঙ্গে কোনো সেলফি প্রকাশ করেননি। হানিমুন চলাকালীন শ্রীলঙ্কার গালে একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি হাফপ্যান্ট পরেছিলেন। ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেছেন, মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ের মধ্য দিয়ে তিনি ধর্মীয় অনুভূতির ইঙ্গিত দিয়েছিলেন, যা প্রকাশিত হাফপ্যান্ট–শিল্পীর ছবির সঙ্গে সাংঘর্ষিক।
কিছু মন্তব্যকারীর মতে, মসজিদে বিয়ে শুধুই নাটক, আর হাফপ্যান্ট পরা ছবিগুলো তার প্রকৃত চরিত্র প্রকাশ করে। কেউ বলেছেন, “শবনম ফারিয়া তোমাকে শাড়িতে মানায়, মুসলিম নারী হয়ে হাফপ্যান্ট পরা উপযুক্ত নয়।” অনেক ভক্ত এই আচরণে আহত হয়েছেন এবং তাঁকে বয়কটের ডাক দিয়েছেন। কিছু মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে— দীপ্ত ফয়সাল লিখেছেন: বিয়ের পর হাফপ্যান্ট? না বুঝলাম। ফাহিম মিয়া লিখেছেন: এটাই তার আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি। খলিলুর রহমান প্রশ্ন তুলেছেন, বিদেশে গেলে কাপড়ের অভাব হয়?
শবনম ফারিয়ার গতিবিধি স্মরণ করলে দেখা যায়, ২০১৮ সালে তিনি বিতর্কিতভাবে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে ১ বছর ৯ মাসের মাথায় ভেঙে যায় এবং ২০২০ সালের ২৭ নভেম্বর তিনি ডিভোর্স পান।
আপনার মতামত লিখুন :