ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ মাদাগাস্কারে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। কয়েকদিন ধরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল, এবং গতকাল তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সেনাবাহিনীর এলিট ইউনিট কাপসাট ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে মাদাগাস্কারের জেন-জিরা অঞ্চলে বিদ্যুৎ ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরে তা দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও বিক্ষোভকারীরা সরব হয়। তারা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগ দাবি করেন।

গত শনিবার সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিটের কিছু সৈন্য অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বের হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

এর দুই দিন পর, সোমবার জানা যায় যে প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে দেশ ত্যাগ করেছেন। রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, জীবন রক্ষার জন্য একটি নিরাপদ স্থানে আছেন।

পরে মাদাগাস্কারের সংসদ সদস্যরা প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তুতি নেন। বিষয়টি জানার পর তিনি সংসদ বিলুপ্ত করেন, কিন্তু সংসদ সদস্যরা তার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেন এবং অভিশংসনের পক্ষে ভোট দেন। কিছু সময়ের মধ্যে সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সেনাবাহিনীর কাপসাট ইউনিটই ২০০৯ সালে প্রেসিডেন্ট আন্দ্রিকে প্রথমবার অন্তর্বর্তীভাবে ক্ষমতায় আনতে সাহায্য করেছিল। ওই সময় তারা তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে আন্দ্রিকে ক্ষমতায় পৌঁছে দিয়েছিল। এবার একই ইউনিট তার বিরুদ্ধেও অবস্থান নিয়ে ক্ষমতা দখল করেছে।

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!