ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

‘আমরা তাওয়া গরম করছি’: তাহের

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫

‘আমরা তাওয়া গরম করছি’: তাহের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী (আমিনবাজার) পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এ মানববন্ধনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “তাওয়া গরম করছি। গরম হতে সময় লাগে, কিন্তু গরম হলে তাতে বুট দিলে ফুটতে দেরি হয় না।”

তিনি আরও বলেন, “আমরা ৫ দফা দাবি আদায়ে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে করব। জামায়াত কখনও দখলবাজি বা চাঁদাবাজির রাজনীতি করে না; জনগণের কল্যাণেই রাজনীতি করে।”

অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাহের বলেন, “প্রশাসনে যে অস্বচ্ছতা ও ষড়যন্ত্র চলছে, তা বন্ধ করতে হবে। সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সময়মতো সতর্ক না হলে, যারা ষড়যন্ত্রে লিপ্ত—তাদের নাম আমরা জনগণের সামনে প্রকাশ করব। উপদেষ্টাদের বক্তব্যের রেকর্ড আমাদের কাছে রয়েছে। সংশোধনের জন্য এখনো সময় আছে।”

সম্প্রতি জনপ্রশাসনে এক সচিব নিয়োগের প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “কিছু উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন, দলীয় বা অসৎ কেউ নিয়োগ পাবে না। কিন্তু আমরা বিস্মিত হয়েছি—কথা বলার একদিন পরই এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যার অতীতে দুর্নীতির ইতিহাস দীর্ঘ এবং যিনি একটি নির্দিষ্ট দলের অনুগত।”

তাহের আরও যোগ করেন, “উচ্চপর্যায়ের এক পুলিশ কর্মকর্তাও জানিয়েছেন, নির্দিষ্ট দলের লোকদের নিয়োগে প্রবল চাপ রয়েছে। এতে বোঝা যায়, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের আগেই নীলনকশা তৈরি হচ্ছে। ২০১৮ বা ২০২৪ সালের মতো পাতানো নির্বাচনে জনগণ অংশ নেবে না।”

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবায়ের, আবদুল হালিমসহ আরও অনেকে বক্তব্য দেন।

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!