ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মিরপুরে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫

মিরপুরে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। ইউনূস বলেন, “দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এই শোকের মুহূর্তে আমরা তাদের পরিবারের পাশে আছি।” প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটির কারণ অনুসন্ধানসহ ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।

শেষ খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানার কাজ চলছে।

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!