ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জাবিপ্রবি সবুজ স্বপ্নের উদ্যোগে উম্মুক্ত শিক্ষা কর্মসূচির যাত্রা শুরু

জাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫

জাবিপ্রবি সবুজ স্বপ্নের উদ্যোগে উম্মুক্ত শিক্ষা কর্মসূচির যাত্রা শুরু

ছবি: আমার ক্যাম্পাস

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) "সবুজ স্বপ্ন" সংগঠনের উদ্যোগে উম্মুক্ত শিক্ষা কর্মসূচির যাত্রা শুরু হয়।

১৪ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৪টায় জামালপুর শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন হয়। উদ্বোধনী পর্বে কাজী মো. ইসমাঈল হোসেনের আরবি ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম। এসময় বক্তব্য রাখেন আরমান আলিফ, শাহরুখ ইসলাম, যিনাত মিয়া আজিজুল, জোয়ায়রিয়া বিনতে জুবায়ের প্রমুখ।

বক্তব্যে আরমান আলিফ বলেন, “আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। আপনারা ভালো কিছু করবেন,এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের লেখাপড়ার যাবতীয় সহায়তায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

উল্লেখ্য, “সবুজ স্বপ্ন” একটি সামাজিক সংগঠন, যা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ইতোপূর্বে সংগঠনটি রেলস্টেশন এলাকার ছিন্নমূল মানুষের মধ্যে মশারি বিতরণসহ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আমার ক্যাম্পাস/কাজী মো. ইসমাঈল হোসেন

Link copied!