চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনোয়ার এই ঘোষণা দেন। এ সময় ছাত্রদলের প্রার্থী তৌফিকও তার পাশে উপস্থিত ছিলেন।
সমর্থন পাওয়ার পর তৌফিক বলেন, ‘তিনি (আনোয়ার) আমার প্রতি যে সমর্থন জানিয়েছেন, এতে আমি অভিভূত। তার বিশ্বাসের মর্যাদা রক্ষা করে শিক্ষার্থীদের জন্য কাজ করার দায়িত্ব এখন আরও বেড়ে গেল। আমি নির্বাচিত হই বা না হই, এই সমর্থন সবসময় স্মরণে রাখব।’
এদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেছেন, জয়-পরাজয় যাই হোক, তারা শিক্ষার্থীদের পাশে থাকবেন। তিনি আরও বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল সরব ছিল, এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে। নির্বাচন সুষ্ঠু হলে শিক্ষার্থীরা আমাদের পক্ষে ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।’
আপনার মতামত লিখুন :