ঢালিউডের সুপারস্টার শাকিব খান নতুন এক লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন ভক্তদের। শুক্রবার সকালে প্রকাশিত তার সিনেমা ‘সোলজার’-এর পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
মাত্র তিন দিন আগে প্রকাশিত হয়েছিল ছবির ঘোষণাপর্বের ‘অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস’, যা নিয়েই তখন উত্তেজনা শুরু হয়েছিল। এবার শাকিব নিজের ফেসবুক পেজে ছবিটির অফিশিয়াল লুক প্রকাশ করেছেন, ক্যাপশনে লিখেছেন, “আপনার সৈনিক, আপনার সেবায় নিয়োজিত।”
পোস্টারে দেখা যাচ্ছে একেবারে নতুন এক শাকিব খানকে—ঠোঁটের ওপরে মোটা গোঁফ, চোখ-মুখে দৃঢ়তা, এবং মুখে রহস্যময় অভিব্যক্তি। যেন এক যোদ্ধা, যাকে আগে কখনো দেখা যায়নি।
এই লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলেছেন, “এ যেন একদমই অন্য রকম শাকিব!”, আবার কেউ মন্তব্য করেছেন, “এই লুকে শাকিব খানকে অবিকল রণবীর কাপুরের মতো লাগছে!”
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সোলজার’-এর এই নতুন পোস্টার এখন ট্রেন্ডিং। কেউ বানাচ্ছে মিম, কেউ দিচ্ছে রিঅ্যাকশন ভিডিও, আবার কেউ লিখছে প্রত্যাশার কথা। সব মিলিয়ে শাকিব খানের এই নতুন লুক ছবিটির জন্য তৈরি করেছে তুমুল কৌতূহল ও উত্তেজনা। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—এই নতুন রূপে কিং কেমন ঝড় তুলবেন পর্দায়।
আপনার মতামত লিখুন :