ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সমালোচনার কড়া জবাব দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

সমালোচনার কড়া জবাব দিলেন দীপিকা

ছবিঃ সংগৃহীত

গত কয়েক মাস ধরে ভারতীয় চলচ্চিত্রজগতে দীপিকা পাড়ুকোনকে কেন্দ্র করে সমালোচনা ও আলোচনা চলছে। বিষয়টি শুরু হয় নির্মাতা সন্দীপ রেড্ডি বঙ্গার ‘স্পিরিট’ সিনেমার জন্য দীপিকার রেকর্ড পারিশ্রমিক এবং দৈনিক আট ঘণ্টার শিফটে কাজ করার দাবিকে কেন্দ্র করে। এই দাবিকে নেটিজেন ও সহকর্মীরা নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন; কেউ বলেছেন এটি যৌক্তিক, আবার অনেকে সমালোচনার তীর ছুড়েছেন। দীর্ঘদিন নীরব থাকার পর এবার দীপিকা সমালোচনার কড়া জবাব দিয়েছেন।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, দীপিকা সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলে আসা লিঙ্গভিত্তিক ‘ডবল স্ট্যান্ডার্ড’ বা দ্বিমুখী নীতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর দুটি বড় প্রজেক্ট—‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়াল থেকে সরে যাওয়ার পেছনে মূল কারণ হলো কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা এবং দৈনিক আট ঘণ্টা কাজের সময়সীমা নিশ্চিত করা।

সাক্ষাৎকারে তিনি বলেন, “শুধু একজন নারী হওয়ার কারণে যদি এই দাবিকে অতি-উদ্যোগী বা অতিরিক্ত হিসেবে দেখা হয়, তবে তা-ই হোক। কিন্তু এটি কোনো গোপন বিষয় নয় যে বহু পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে দৈনিক আট ঘণ্টা কাজ করছেন, এবং তা কখনও শিরোনামে আসে না।” তিনি আরও উল্লেখ করেন, “অনেক পুরুষ অভিনেতা সোম থেকে শুক্র মাত্র আট ঘণ্টা কাজ করেন, সপ্তাহান্তে একেবারেই কাজ করেন না। অথচ তাদের ক্ষেত্রে সবাই চুপ, কিন্তু আমার ক্ষেত্রে কটাক্ষ করা হচ্ছে। কটাক্ষের আগে আসল কারণটা জানা উচিত ছিল।”

দীপিকার মন্তব্য বলিউডের কাজের সংস্কৃতিতে নারী ও পুরুষের মধ্যে ভিন্ন নিয়মের বিষয়টিকে সামনে এনেছে। মুখ খোলার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ঠিক কী কারণে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়াল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ইন্ডাস্ট্রির লিঙ্গভিত্তিক বৈষম্যের প্রতিফলন তুলে ধরেছেন।

আমার ক্যাম্পাস

Link copied!