আজ পহেলা কার্তিক। এই দিনে স্মরণ করা হচ্ছে বাউল সম্রাট লালন সাঁইকে। বাংলার মাটির মানুষ, যিনি সারাজীবন গেয়েছেন মানুষের গান। লালনের গানে বারবার উঠে এসেছে মানবতার বাণী, বিভেদের দেয়াল ভাঙার আহ্বান। তিনি বলেছিলেন, “মানুষ ভজলে সোনার মানুষ হবি” এই সরল বাক্যেই যেন লুকিয়ে আছে তাঁর জীবনদর্শন।
লালন ফকিরের জন্মস্থান ও জন্মতারিখ নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন, তিনি ঝিনাইদহের হারিশপুরে জন্মেছিলেন, কেউ বলেন কুষ্টিয়ার ছেঁউড়িয়াই তাঁর জন্মভূমি। তবে ছেঁউড়িয়াই ছিল তাঁর সাধনার কেন্দ্র। অক্ষরজ্ঞান না থাকলেও আত্মজ্ঞান, অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টিই তাঁকে বানিয়েছে অসাধারণ দার্শনিক ও গানের সাধক। তাঁর ভাব ও তত্ত্বের মিলনে যে দর্শনের সৃষ্টি, সেটিই পরিচিত ‘লালনতত্ত্ব’ নামে।
লালনের গানে সহজ ভাষা ও গভীর দর্শনের সংমিশ্রণ দেখা যায়। তাঁর গানে মানুষ, আত্মসন্ধান, ধর্মীয় বিভেদের বিরোধিতা এবং শোষণবঞ্চনার প্রতিবাদ ফুটে ওঠে। তাঁর গান একদিকে যেমন অন্তর্জগতের অন্বেষা, তেমনি সমাজজাগরণের প্রতীকও।
লোকসাহিত্য বিশারদ আবুল আহসান চৌধুরী বলেন, “লালনের গানের ভেতরে আছে শিক্ষা, প্রতিবাদ ও মুক্তির আহ্বান। তিনি শুধু মরমি সাধক নন, ছিলেন এক দ্রোহী মানবতাবাদী চিন্তকও।”
লালনের চিন্তা ও সঙ্গীত পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ অনেক সাহিত্যিক ও সংগীতজ্ঞকে প্রভাবিত করেছে।
লালন ১৮৯০ সালের ১৭ অক্টোবর (১ কার্তিক) পরলোকগমন করেন। কথিত আছে, গান গাইতে গাইতে তাঁর একতারার তার ছিঁড়ে যায় ঠিক সেই মুহূর্তে—যেন গানের সুরের মধ্যেই মিশে যান তিনি।
প্রথমবারের মতো জাতীয়ভাবে স্মরণোৎসব
প্রতি বছর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে আয়োজিত হয় স্মরণোৎসব। এ বছর প্রথমবারের মতো সরকারিভাবে জাতীয় লালন উৎসব অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।
উৎসবে যোগ দিতে ইতিমধ্যে হাজারো লালনভক্ত ও বাউল সেখানে ভিড় করেছেন। আজ বিকেল ৪টায় ছেঁউড়িয়ার লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, কবি ও চিন্তক ফরহাদ মজহারসহ অন্যান্য অতিথিরা।
কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব ও স্থানীয় প্রশাসনের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :