বাংলাদেশ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল (বিএসএসসিআর) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ শীর্ষক কনফারেন্স।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘বিএসএসসিআর’র সভাপতি অধ্যাপক ড. নাজমা খান মজলিশ। কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান এবং কো-চেয়ার হিসেবে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।
কনফারেন্সে বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও মানবতার পারস্পরিক সম্পর্ক, সামাজিক উন্নয়ন এবং নৈতিকতার ভূমিকা নিয়ে গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, এই কনফারেন্স জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো হায়দার আলী বলেন‚ ‘আমি এখানে উপস্থিত বাংলাদেশ ও দেশের বাইরের সকল গবেষকদের স্বাগত জানাই। এ ধরনের কনফারেন্স আমাদের জন্য অনেক সুযোগ নিয়ে আসে। এটি গবেষণার মান উন্নয়ন করতে সহায়তা করবে।’
তিনি আরও বলেন‚ ‘বিজ্ঞান শুধু বস্তুজগতের অনুসন্ধান নয়‚ এটি মানুষের আত্মিক বিকাশেরও একটি পথ। জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন তা মানবিকতা ও নৈতিকতার সঙ্গে যুক্ত হয়।’
আপনার মতামত লিখুন :