গাজীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা শুক্রবার (১৭ অক্টোবর) রাতে বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি রাত ১০টায় ছাত্রহল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শেষ হয়। বিক্ষোভকারীরা “ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবেনা” “আমার বোন ধর্ষিত কেন, তাৎক্ষণিক জবাব চাই” “ধর্ষকের ফাঁসি চাই” জাতীয় স্লোগান দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফলপ্রসূ ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন বলেন, সমাজে এমন ন্যাক্কারজনক ঘটনার সময় যথাযথ অনুসন্ধান ও জবাবদিহি নিশ্চিত করা উচিত। তিনি বলেন, যদি ঘটনার শিকার ব্যক্তি অন্য কোনো সামাজিক বা ধর্মীয় শ্রেণিভুক্তিতে হতেন, হয়তো পরিস্থিতি আরও তীব্রভাবে আলোচিত হতো,তাই সমান বিচার ও দ্রুত ব্যবস্থা দাবি করা হলো।
জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যিনাত মিয়া আজিজুল বলেন,একজন নয়, দুইজন নয় এগিয়ে আসতে হবে সবাইকে। টনক নড়াতে হবে প্রশাসনের। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের আটক করতে হবে।আর ৭ দিনের মধ্যে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে আন্দোলন চলমান থাকবে।
কেন্দ্রীয় সমন্বয়ক লিটন আকন্দ বলেন, “আমরা একটি ধর্মীয় ও সমন্বিত সমাজে এমন অপকর্ম মেনে নিতে পারি না। ইন্টেরিমকে দ্রুত তদন্ত সুনিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাই।”
বিক্ষোভে উপস্থিত শিক্ষার্থীরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত, স্বচ্ছ ও ন্যায়ের নির্ধারণী তদন্ত সম্পাদনের অনুরোধ করেন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :