ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ইবি সংস্কারের ১৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

ইবি সংস্কারের ১৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

ছবিঃ সংগৃহীত

শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার এবং ছাত্র সংসদ ইকসু গঠনের রোডম্যাপসহ ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের প্রস্তাবিত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেছে আন্দোলনের নেতৃবৃন্দ। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘আশ্বাস না সংস্কার, সংস্কার সংস্কার’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ইকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় সংস্কারের যৌক্তিক দাবি জানানো হলেও প্রশাসন শুধু আশ্বাসই দিচ্ছে। ইকসু বাস্তবায়ন ও গঠনতন্ত্র প্রণয়নের বিষয়ে প্রতিশ্রুতিও মেনে চলা হয়নি। শহীদ সাজিদ হত্যার প্রায় ১০০ দিন পেরিয়ে গেলেও খুনিরা এখনও ধরা পড়েনি। তারা বলেন, “আমরা এখন আর আশ্বাসে বিশ্বাস করি না, আমরা দাবির বাস্তবায়ন চাই।”

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ডিজিটালাইজেশন বা আধুনিকায়নের জন্য প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না। ব্যাংকে টাকা জমা দিতে গেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়। শিক্ষার্থীরা জানায়, প্রশাসন দায়িত্বে দীর্ঘ সময় থাকলেও তাদের দাবির প্রতিফলন নেই। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ভোগান্তি নিরসনের জন্য সংস্কার কার্যকর করা আবশ্যক। দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

আমার ক্যাম্পাস

Link copied!