ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জুলাই সনদে সই না করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

জুলাই সনদে সই না করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির

ছবিঃ সংগৃহীত

জাতীয় জুলাই সনদে ২৫টি রাজনৈতিক দল সই করলেও এতে অংশ নেয়নি ছাত্র–জনতার অভ্যুত্থান থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সনদ সই অনুষ্ঠানে দলটির কোনো নেতা উপস্থিত ছিলেন না।

একই দিন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাঁর ভাষায়, “কিছু দলের বৈঠক মানেই জাতীয় ঐক্য নয়। প্রকৃত জাতীয় ঐক্য তখনই হবে, যখন শ্রমিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে ও অধিকারের জন্য লড়বে।”

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এই সনদ সই অনুষ্ঠান আইনি ভিত্তি অর্জন করছে না, তাই এটি কেবলই আনুষ্ঠানিকতা। আইনি ভিত্তি ছাড়া এমন পদক্ষেপ ‘জুলাই ঘোষণাপত্রের’ মতো একতরফা দলিলে পরিণত হবে।” তিনি আরও জানান, ঐকমত্য কমিশন সময় বাড়িয়েছে, তাই এনসিপি পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে এবং দাবি পূরণ হলে সই করবে।

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আইনি ভিত্তি ও সরকারি আদেশের নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে সই করলে তা মূল্যহীন হয়ে পড়বে।”

সরকার এনসিপিকে রাজি করানোর জন্য বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন পর্যায়ে আলোচনা চালায়। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পর্যন্ত নাহিদ ইসলামের বাসায় গিয়ে আলোচনায় অংশ নেন। রাতেও সরকারের উপদেষ্টাদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হয়। তবে শেষ পর্যন্ত রাত পৌনে ২টার দিকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, তারা অনুষ্ঠানে অংশ নেবেন না। তিনি বলেন, “পরে সনদে সইয়ের সুযোগ থাকায় আমরা সংস্কারের পরবর্তী কার্যক্রমে যুক্ত হব।”

এদিকে পঞ্চগড়ে এক অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে দায়সারা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তাঁর অভিযোগ, “তারা কেবল জুলাই সনদে সই করেই নির্বাচনের পথে যেতে চায়। সনদের আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, পরবর্তী সরকার তা বাস্তবায়ন করুক বা না করুক—এই দায়সারা মানসিকতার কারণেই আমরা সই অনুষ্ঠান থেকে বিরত থেকেছি।”

আমার ক্যাম্পাস

Link copied!