ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সারাদেশে শুরু হচ্ছে লালন উৎসব ও মেলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

সারাদেশে শুরু হচ্ছে লালন উৎসব ও মেলা

ছবিঃ সংগৃহীত

ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ার ছেউড়িয়ায় তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৭ অক্টোবর দেশের ৬৪ জেলা এবং ১৮ অক্টোবর ঢাকায়ও উদযাপিত হবে লালন উৎসব ও লালন মেলা।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন ধামে ১৭ অক্টোবর বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। লালন বক্তৃতায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিমান গবেষক ও লেখক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এছাড়া কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুনও অংশ নেবেন আলোচনায়। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উদ্বোধনের পর শুরু হবে ভাবগীতি ও লালন সংগীতের আসর। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারাদেশের বাউল-ফকিররা পরিবেশন করবেন লালনের গান। ১৮ ও ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এই সঙ্গীতানুষ্ঠান ও মেলা, যেখানে লালনের ভাবধারা, জীবন দর্শন ও মানবতাবাদী চিন্তাধারার চর্চা হবে প্রধান বিষয়।

কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে লালন উৎসবের মূল আয়োজন। সেখানে অংশ নেবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড ও অরূপ রাহীর মতো সংগীতশিল্পী ও ব্যান্ড দল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবারকার লালন উৎসব সারাদেশে বাউল, ফকির, সাধক ও লালনপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

আমার ক্যাম্পাস

Link copied!