ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সোহরাওয়ার্দী কলেজে এইচএসসিতে ৭৫১ জন অকৃতকার্য

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

সোহরাওয়ার্দী কলেজে এইচএসসিতে ৭৫১ জন অকৃতকার্য

ছবিঃ সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি পরীক্ষার ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভরাডুবি দেখা দিয়েছে। কলেজটির মোট ২ হাজার ১২৫ জন পরীক্ষার্থী ছিলেন, এদের মধ্যে ২ হাজার ২৯ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৩৭৪ জন উত্তীর্ণ হয়েছেন, আর ৭৫১ জন ফেল করেছেন। সর্বোচ্চ জিপিএ–৫ পেয়েছেন মাত্র ৪ জন শিক্ষার্থী। পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৭২ শতাংশ।

ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, কলেজটির ব্যবসায় শিক্ষা বিভাগে সর্বাধিক শিক্ষার্থী পাস করেছেন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬১৪ জন উত্তীর্ণ এবং ২১৯ জন ফেল করেছেন, একজন পেয়েছেন জিপিএ–৫। মানবিক বিভাগে পাস করেছেন ৪৯৪ জন, ফেল ৪৬৩ জন। বিজ্ঞান বিভাগে পাস করেছেন ২৬৬ জন, ফেল ৬৯ জন, এবং তিনজন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ–৫।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্র হিসেবে কাজ করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ (ঢাকা–৫৮)।

এর আগে সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড তাদের ফলাফল একযোগে প্রকাশ করেছে। এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

আমার ক্যাম্পাস

Link copied!