২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় সারাদেশে পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬১ শতাংশ।
পরীক্ষায় অংশ নেওয়া ৮২ হাজার ৮০৯ শিক্ষার্থীর মধ্যে ৬২ হাজার ৬০৯ জন পাস করেছেন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ৪ হাজার ২৬৮ জন।
ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ। সাধারণ বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাসের হার রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে, যেখানে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।
আপনার মতামত লিখুন :