রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ক্যাম্পাসের পাশে একটি বাগানে কিছু লোকের অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, ওই বাগানে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আরএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে একটি বাগানে কিছু লোক আড্ডা দিচ্ছে ও খাওয়াদাওয়া করছে। অথচ সেটিকেই ভুলভাবে “অস্ত্র বিতরণের দৃশ্য” হিসেবে ছড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বাগানের ভেতর কয়েকজন লোক দাঁড়িয়ে কথা বলছিলেন ও খাওয়াদাওয়া করছিলেন। এই ভিডিওটি দূর থেকে ধারণ করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে যে সেখানে অস্ত্র বিলি করা হচ্ছে। বাস্তবে ওই স্থানে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করছিলেন—এমন জায়গায় প্রকাশ্যে অস্ত্র বিতরণ সম্ভব নয়।”
আরএমপি আরও জানায়, “একটি মহল ইচ্ছাকৃতভাবে উৎসুক সাধারণ মানুষ ও রাজনৈতিক সমর্থকদের আড্ডা ও খাবার বিতরণের ভিডিওকে বিকৃত করে প্রচার করেছে, যাতে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হয়। এ ধরনের গুজব ছড়ানো, শেয়ার করা বা মন্তব্য করা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। পুলিশের পক্ষ থেকে এসব গুজব প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে এক কেন্দ্রীয় ছাত্রনেতা দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্র বিতরণ করছে এবং বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগ “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :