বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর শহীদ মিনার এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করবেন।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে শিক্ষা ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “অধ্যক্ষ আজীজি যা বলার বলেছেন। তার ঘোষণার ভিত্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিকেল ৫টায় আমরা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করব।”
শিক্ষক-কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের তুলনায় এমপিওভুক্তদের বেতন-ভাতা বৈষম্য রয়ে গেছে। তারা ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতার ক্ষেত্রেও সরকারি হারে সমতা চান।
এর আগে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক-কর্মচারীরা রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি।
শিক্ষকরা জানান, তাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :