এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি জানিয়েছেন, চলমান আন্দোলন সফল হলে ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে দিতে শুক্র ও শনিবার অতিরিক্ত ক্লাস নেওয়া হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
অধ্যক্ষ আজীজি বলেন, “আন্দোলন সফল হলে আমরা আমাদের সন্তানদের ক্ষতি পুষিয়ে দেব, ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজনে রাত-দিন পরিশ্রম করব।” তিনি আরও বলেন, “আমরা শিক্ষক হিসেবে দ্রুত ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের পেশাগত জায়গায় ফিরে যাওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি দাবি করেন, তাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক এবং ন্যায্য। “আমরা শুধু ২০ শতাংশ বাড়িভাতা চাইছি, যা খুব বড় দাবি নয়। কিন্তু তারা সেটা দিতে পারছেন না। আলোচনার নামে কেবল আই-ওয়াশ করা হয়েছে,” বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টার প্রতি আক্ষেপ জানিয়ে অধ্যক্ষ আজীজি বলেন, “আমরা তাঁকে বাবা সম্বোধন করে অনুরোধ করেছি বিষয়টি বিবেচনা করতে, কিন্তু তিনি অপরাগতা প্রকাশ করেছেন।”
চলমান আন্দোলনের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “আমাদের শিক্ষকরা নিজের খরচে ঢাকায় এসেছেন, নিজের টাকায় রুটি-কলা খেয়ে অবস্থান করছেন। শুধু কয়েকটি ব্যানার ও মাইকের জন্য কিছু খরচ হয়েছে, সেটাও আমরা নিজেরাই বহন করেছি। এখানে এক টাকাও চাঁদা তোলা বা অন্যভাবে হাতিয়ে নেওয়ার কোনো বিষয় নেই।”
তিনি আশা প্রকাশ করেন, আন্দোলন সফল হলে শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরে গিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষতির পূরণে সর্বাত্মক চেষ্টা করবেন।
আপনার মতামত লিখুন :