ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেল করেও কোটায় রাবিতে ভর্তি, রাকসু নির্বাচনে এজিএস প্রার্থী সালমান

রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

ফেল করেও কোটায় রাবিতে ভর্তি, রাকসু নির্বাচনে এজিএস প্রার্থী সালমান

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফেল করেও কোটায় ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদপ্রার্থী সালমান সাব্বিরের বিরুদ্ধে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে অভিযোগ রয়েছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, সালমান সাব্বির ভর্তি পরীক্ষায় ৩২.৫ নম্বর পান, যেখানে সাধারণত ৪০ নম্বরকে পাস নম্বর ধরা হয়। তবে তিনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হন। অভিযোগ রয়েছে, তিনি ‘পোষ্য কোটা’য় ভর্তি হয়েছেন।

সূত্র জানায়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। তবে তাঁর বাবা বা মা কেউ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সালমান সাব্বির বলেন, “আগামীকাল রাকসু নির্বাচন। এটা নিয়ে এখন ব্যস্ত আছি। পরে বিষয়টি নিয়ে কথা বলব।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্মকর্তা বা ভর্তি কমিটির দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন বলছে, এ ধরনের ভর্তি অনিয়ম রাবির ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। বিশেষ করে গত মাসে পোষ্য কোটা বাতিলের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন চলাকালেই এই অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

তখন ওই আন্দোলনে শিক্ষার্থী-শিক্ষক সংঘর্ষের ঘটনা ঘটে, এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে গেলে রাকসু নির্বাচনও পেছাতে হয়। পরবর্তীতে আবারও কোটা ইস্যুতে ভিপি ও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা শিবির-সমর্থিত প্রার্থীরাও প্রতিবাদে অংশ নেন।

এবারের রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১০টি প্যানেল অংশ নিচ্ছে, এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে দুটি—ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত। অন্যদিকে বামপন্থী ও স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিচ্ছেন বিভিন্ন জোটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!