ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে হতাশা, শিক্ষার্থী আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে হতাশা, শিক্ষার্থী আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে দুই বিষয়ে ফেল করার পর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভাদুঘর টিঅ্যান্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী চাঁদনী আক্তার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের একজন শিক্ষার্থী। তার পিতা ফারুক মিয়া পেশায় রিকশাচালক। শিক্ষার্থীটি চলতি বছর চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল প্রকাশের পর দুই বিষয়ে ফেল করার খবর জানতে পেরে চাঁদনী বিষয়টি মানতে পারেননি। তিনি কেরির বড়ি (কীটনাশক) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদনীর মামা জানান, ফলাফলের হতাশাজনক ফল মেনে নিতে না পারায় চাঁদনী এই সিদ্ধান্ত নেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ভালো করতে না পারায় শিক্ষার্থী আত্মহত্যার পথ নিয়েছেন। তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার ক্যাম্পাস

Link copied!