চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করে। এবছর সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
বোর্ডওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম — মাত্র ৫১ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ এই বোর্ডের প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে।
সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ৯৪৪ জন। এর মধ্যে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষায় অংশ নেন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।
ফলাফল অনুযায়ী, সারাদেশের তুলনায় সিলেট বোর্ডের শিক্ষার্থীদের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় শিক্ষাবিদরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :