ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

দিনাজপুর শিক্ষা বোর্ডের ৪৩ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

দিনাজপুর শিক্ষা বোর্ডের ৪৩ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সারা দেশে মোট ২০২টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি, যার মধ্যে দিনাজপুর বোর্ডেরই ৪৩টি প্রতিষ্ঠান রয়েছে। গত বছরের তুলনায় (২০টি প্রতিষ্ঠান) এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই ৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে নীলফামারীতে রয়েছে ১০টি, কুড়িগ্রামে ৯টি, ঠাকুরগাঁওয়ে ৬টি, লালমনিরহাটে ৫টি, দিনাজপুরে ৪টি, রংপুরে ৪টি, পঞ্চগড়ে ৩টি এবং গাইবান্ধায় ২টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা ১৮২ জন। কিছু প্রতিষ্ঠানে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও অকৃতকার্য হয়েছে।

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন। মোট অংশগ্রহণকারী ১ লাখ ৩ হাজার ৮৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৮৮২ জন পাস করেছে।

আমার ক্যাম্পাস

Link copied!