ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সালমান শাহ হত্যা মামলা: ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫

সালমান শাহ হত্যা মামলা: ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ছবিঃ সংগৃহীত

৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে এই নির্দেশ দেন।

এর আগে, গত সোমবার (২০ অক্টোবর) আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর একই রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হলেও শুরু থেকেই পরিবার দাবি করে আসছে, এটি একটি পরিকল্পিত হত্যা।

বিগত বছরগুলোতে পুলিশের একাধিক তদন্তে হত্যার অভিযোগ নাকচ করে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। তবে পরিবার সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে আসছিল।

সর্বশেষ ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে জানালে আদালত আসামিদের অব্যাহতির আদেশ দেন।

পরে পরিবারের পক্ষ থেকে রিভিশন আবেদন করা হলে তা ২০২২ সালের ১২ জুন গ্রহণ করেন মহানগর দায়রা জজ আদালত। দীর্ঘ বিরতির পর গত ১৩ অক্টোবর রিভিশনের শুনানি শেষ হয় এবং ২০ অক্টোবর আদালত নতুন করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন।

পরবর্তী পদক্ষেপ হিসেবে তদন্ত প্রতিবেদন আগামী ৭ ডিসেম্বর আদালতে জমা দিতে হবে।

আমার ক্যাম্পাস

Link copied!