ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

‍‍`ভেবেছিলাম টিভির সমস্যা, পরে দেখি পিচই কালো‍‍`

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫

‍‍`ভেবেছিলাম টিভির সমস্যা, পরে দেখি পিচই কালো‍‍`

ছবিঃ সংগৃহীত

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে দলের হার টিভিতে দেখছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন। কিন্তু মিরপুরের উইকেটের অবস্থা দেখে এতটাই বিস্মিত হয়েছিলেন যে, প্রথমে ভেবেছিলেন তার টেলিভিশনের রঙে সমস্যা হয়েছে! দ্বিতীয় ওয়ানডের নায়ক হওয়ার পর সেই অভিজ্ঞতার কথা হাস্যরসের সুরে শেয়ার করলেন তিনি।

আকিল বলেন, টিভি চালু করার পর আমার প্রথম কাজই ছিল টিভির রঙ পরীক্ষা করা। কারণ পর্দা এতটাই কালো লাগছিল যে মনে হচ্ছিল টেলিভিশনেই সমস্যা। পরে বুঝলাম, টিভির দোষ নয়—পিচটাই আসলে এমন কালো।

মিরপুরের উইকেট নিয়ে বরাবরই সমালোচনা রয়েছে। এখানে প্রায়ই ধীর, স্পিন সহায়ক ও রানশূন্য পিচ তৈরি হয় বলে অভিযোগ করে আসছেন ক্রিকেটাররা। নতুন কিউরেটর টনি হেমিং দায়িত্ব নিলেও দৃশ্যপট বদলায়নি, বরং আগের মতোই মন্থর ও কঠিন উইকেট দেখা গেছে।

তবে দ্বিতীয় ওয়ানডেতে সেই ‘কালো’ পিচেই নায়ক বনে যান আকিল হোসেইন। সুপার ওভারে তার অসাধারণ বোলিংয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

মূল স্কোয়াডে না থাকলেও তাতে কোনো আক্ষেপ নেই তার। আকিল বলেন, আমি একবারও ভাবিনি কেন আমি দলে নেই। আমার কাজ হলো খেলাটা উপভোগ করা এবং নিজের সেরাটা দেওয়া। দল নির্বাচনের দায়িত্ব নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের, বাকি সিদ্ধান্ত তাদেরই নেওয়া উচিত।

আমার ক্যাম্পাস

Link copied!