ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর 

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫

স্থগিত  হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর 

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও  ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস  আগামী ২৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার (২২ অক্টোবর) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম বলেন, আগামী সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। তবে  আগে থেকে যেরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া ছিলো সেটি আর থাকছে না। 

তিনি আরও বলেন, এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না এবং পরবর্তীতে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।

উপাচার্য বলেন, আমরা সকলই জুবায়েদ হত্যার ঘটনায় মর্মাহত। তার হত্যার বিচার যেন দ্রুতসময়ে হয় সেটার তদারকির জন্য আমি ইতোমধ্যে আমাদের আইন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি।

উল্লেখ্য, জুবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। গত ১৯ অক্টোবর, ঢাকার আরমানিটোলায় নূরবক্স লেনের রৌসান ভিলায় টিউশন পড়াতে গিয়ে তাকে নির্মমভাবে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা ও তার প্রেমিক মাহির রহমান।

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!