জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চির উন্নত মম শির স্মৃতিস্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় শিক্ষার্থীরা, 'দাবি মোদের একটাই, তিস্তা নদীর পানি চাই', 'জাগো বাহে, কোনঠে সবাই', 'আসো বাহে তিস্তা বাঁচাই', 'তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও', 'দাবি মোদের একটাই, তিস্তা নদীর হিস্যা চাই' ইত্যাদি স্লোগান দেন।
রংপুর এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার রাব্বি প্রমিস বলেন, যে তিস্তার পানির ওপর উত্তরবঙ্গের মানুষের জীবন-জীবিকা নির্ভর করার কথা ছিল, সেই পানি এখন আমরা পাচ্ছি না। আমরা বারবার তিস্তা পাড়ের মানুষের পক্ষে কথা বলেছি, কিন্তু কোনো সরকারই এখনো সুষ্ঠু সমাধান দিতে পারেনি। সবাই ভারতের স্বার্থ রক্ষায় ব্যস্ত থেকেছে। গত কয়েক বছরের বাজেটেও উত্তরবঙ্গকে উপেক্ষা করা হয়েছে। এই প্রহসন আর মেনে নেওয়া হবে না।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী মো. ইলিয়াস বলেন, তিস্তাকে ভারত ওয়াটার ওয়েপন হিসেবে ব্যবহার করে আসছে। শুষ্ক মৌসুমে যখন পানি প্রয়োজন তখন বাঁধ দিয়ে তারা পানি আটকে রাখছে, দেশের মানুষ চাষাবাদ করতে পারছে না। আবার বর্ষাকালে পানি ছেড়ে দিচ্ছে, ফলে বৃষ্টি না হলেও বাংলাদেশের বেশকিছু এলাকা প্লাবিত হচ্ছে। এটা আর হতে দেওয়া যাবে না।
রংপুর এসোসিয়েশনের সভাপতি সাহাবির হোসেন সাব্বির বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাধীন নদী-বণ্টন চুক্তি মেনে তিস্তা নদীর পানির সুষ্ঠু বণ্টন সরকারকে নিশ্চিত করতে হবে। সরকার যদি আগামী নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে, তাহলে সকল শিক্ষাপ্রতিষ্ঠান শাট ডাউন ঘোষণা করা হবে। আমরা ঐক্যবদ্ধ থেকে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য আরও কঠোর আন্দোলন চালিয়ে যাব। সমাবেশে রংপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস রোমা সঞ্চালনা করেন।
আপনার মতামত লিখুন :