ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য — এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ টেবিল-টেনিস প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দপ্তরের পরিচালক ড. মোঃ শাহেদুর রহমান।
এবারের প্রতিযোগিতায় যবিপ্রবির মোট ২০টি বিভাগ অংশগ্রহণ করছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২১ ও ২২ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন ,সুস্থ দেহে গড়ে ওঠে সুস্থ মন, আর খেলাধুলা সেই মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম মাধ্যম। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা পারস্পরিক সম্পর্ক ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তিনি জানান, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে যবিপ্রবিতে ‘ইনোভেশন মাস’ উদযাপন করা হবে, যেখানে শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন থাকবে।
আপনার মতামত লিখুন :