ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি প্রফেসর আরসাদ মাহমুদ চৌধুরী

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি প্রফেসর আরসাদ মাহমুদ চৌধুরী

ছবিঃ সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আরসাদ মাহমুদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এ তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২(১) অনুযায়ী প্রফেসর ড. আরসাদ মাহমুদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।”

নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক চৌধুরীর মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. আরসাদ মাহমুদ চৌধুরী ২০১৯ সাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালকের দায়িত্ব পান। বাংলাদেশের পাশাপাশি বিদেশেও উচ্চশিক্ষা, গবেষণা এবং নেতৃত্বের ক্ষেত্রে তার দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

তিনি পূর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একাধিক গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অধ্যাপক চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বৈদ্যুতিক ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৫টি মার্কিন প্যাটেন্টের সহ-আবিষ্কারক এবং ৯৫টিরও বেশি পিয়ার-রিভিউড জার্নাল ও কনফারেন্স পেপারের লেখক। এছাড়া তিনি আইইইই ফোটোনিক টেকনোলজি লেটারস, জার্নাল অব লাইটওয়েভ টেকনোলজি ও ওএসএ জার্নালের সক্রিয় রিভিউয়ার হিসেবেও কাজ করছেন।

আমার ক্যাম্পাস

Link copied!