আওয়ামী লীগ সরকারের আমলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২২ অক্টোবর) সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। হাজিরার পর ট্রাইব্যুনাল তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজকের শুনানি অনুষ্ঠিত হয়। আদালত জানায়, পরবর্তী ধাপে ১৫ কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গ্রেপ্তার হওয়া সেনা কর্মকর্তারা সবাই জামিনের আবেদন করেন, তবে তা আদালত গ্রহণ করেনি।
দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এক মামলায় ১৭ জন এবং অন্যটিতে ১৩ জনের নাম রয়েছে। উভয় মামলাতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত। অভিযুক্ত ২৩ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন বর্তমানে হেফাজতে রয়েছেন।
এদিকে সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভোর থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্ট মাজার গেট, কাকরাইল, মৎস্য ভবনসহ গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাইব্যুনাল এলাকার আশপাশে সাধারণের চলাচলে সীমিত বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :