টানা আট দিন কর্মবিরতির পর আজ বুধবার (২২ অক্টোবর) ক্লাসে ফিরছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ভাতা আংশিক বৃদ্ধির বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষক নেতারা।
জাতীয়করণ প্রত্যাশী এমপিও শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার দুপুরে শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আন্দোলন প্রত্যাহার করছি এবং বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।”
তিনি আরও জানান, আন্দোলনের কারণে ক্লাসে যে ক্ষতি হয়েছে তা পূরণে শিক্ষকরা বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার অতিরিক্ত ক্লাস নেবেন। তার ভাষায়, “আমাদের মন ও প্রাণ ক্লাসের মধ্যেই থাকে। যৌক্তিক আন্দোলনের কারণে কিছুদিন পাঠদান বন্ধ ছিল, তাই সেই ক্ষতি আমরা নিজেরাই পুষিয়ে নেব।”
এর আগে, গত ১২ অক্টোবর থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবিতে টানা কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা।
অবশেষে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে সম্মতি দেয়। মন্ত্রণালয়ের উপসচিব মোস. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) এবং ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া ভাতা কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :